এএসপি নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা: পরিবারের সম্পদ বিবরণী জারির সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:১২

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান ফিরোজের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে করা এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান- দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন ।

মামলায় উল্লেখ্য করা হয়, নাজমুল হাসান ফিরোজ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে নিজের ও স্ত্রীর নামে মোট ২ কোটি ৩২ লাখ ৫০ হাজার ৭৩১ টাকার সম্পদ অর্জন করেন। অথচ তার বৈধ আয় ছিল মাত্র ৫৭ লাখ ৯ হাজার ৮১১ টাকা। ফলে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৯২০ টাকা।

এদিকে,  তার মা, ছোটভাই ও শ্বশুরসহ পাঁচজন ঘনিষ্ঠ আত্মীয় ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ দখল ও অস্বাভাবিক ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

দুদক জানায়, এএসপি নাজমুলের ছোটভাই মো. এনামুল হোসাইনের স্থাবর/অস্থাবর সম্পদের পরিমাণ ৮ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকা, ব্যাংক লেনদেন ৮৩ কোটি ৩৩ লাখ ২৩ হাজার ৩১৬ টাকা, তার মা নাজমা বেগমের স্থাবর/অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৯৩ লাখ ৪১ হাজার টাকা, ব্যাংক লেনদেন ৬৫ কোটি ৮০ লাখ ১০৭ টাকা। তার মামাতো ভাই  মো. নিজাম উদ্দিন পান্নার স্থাবর/অস্থাবর সম্পদের পরিমাণ ৭০ লাখ ৮০ হাজার টাকা, ব্যাংক লেনদেন ২৬ কোটি ৩১ লাখ ৯৯ হাজার ৮১৫ টাকা।

এদিকে তার শ্বশুর এ.কে.এম ছায়াদত হোসেন বকুলের স্থাবর/অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ২২ লাখ টাকা, ব্যাংক লেনদেন ৬৬ কোটি ১৫ লাখ ১০ হাজার ৯০৮ টাকা এবং শ্বশুরের ব্যবসায়িক অংশীদার মো. মোস্তফা খান স্থাবর/অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি টাকা, ব্যাংক লেনদেন ১২০ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ৮১৮ টাকা।

দুদক জানায়, তদন্তকালে আসামির নামে বা বেনামে অন্য সম্পদের খোঁজ মিললে সেগুলোও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
১০