সিলেট সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বাসস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১৫:৫০
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে। ছবি : বাসস

সিলেট, ৩১ জুলাই, ২০২৫ (বাসস) : সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানিয়েছে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এতে বলা হয়েছে, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপির সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারী, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াস, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফ্ট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে এবি পার্টি
২ আগস্ট/৩৩ জুলাই : ৩ আগস্ট সারাদেশে বিক্ষোভ, ৪ আগস্ট থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা
ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা ‘ন্যক্কারজনক’: ট্রাম্প
হোয়াইট হাউসে ২০০ মিলিয়ন ডলারে বলরুম নির্মাণের পরিকল্পনা ট্রাম্পের
যৌথ বাহিনী অভিযানে এক সপ্তাহে সারাদেশে আটক ২৮৮ জন
গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ
আগামীকাল সুপ্রিম কোর্টে আইন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সংলাপ
ঢাবিতে জুলাই যোদ্ধাদের স্মরণে মাসব্যাপী সেমিনার সিরিজ
বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা অনুষ্ঠিত
ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
১০