ছাত্র হত্যা মামলায় গ্রেফতার ইনু, মেনন ও পলক

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৪:৫৭
জাসদ’র সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । কোলাজ : বাসস

ঢাকা, ৪ আগস্ট,  ২০২৫ (বাসস) :  ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থকে (১৮) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ  সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় তোলারাম কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাহাদী হাসান পান্থ আন্দোলনে অংশ নেন। 

ঘটনার দিন বিকাল ৪টায় আসামিদের ছোঁড়া গুলি তার মুখের সামনের অংশ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ৮ নভেম্বর কদমতলী থানায় মামলা হয়।

গত বছরের ১৪ আগস্ট রাতে পলককে, ২২ আগস্ট রাশেদ খান মেননকে ও ২৬ আগস্ট হাসানুল হক ইনুকে গ্রেফতার করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসুন এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না : প্রধান উপদেষ্টা
চট্টগ্রামের আনোয়ারায় হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বাংলাদেশে টিকতে পারবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা সহায়তাকারীর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
৪ আগস্ট খুলনায় আন্দোলনকারীদের বিজয় উল্লাস
শব্দদূষণ নিয়ন্ত্রণে আলেম-উলামাগণের সহায়তা চায় সরকার: পরিবেশ উপদেষ্টা
ঢাবি’র ৮ শিক্ষার্থীর ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ
বেরোবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক রশীদুল সাময়িক বরখাস্ত
উত্তাল দিনাজপুরে দিনভর চলে সংঘর্ষ
আয়াক্স থেকে ডাচ ডিফেন্ডার হাতোকে দলে ভেড়ালো চেলসি
১০