বাগেরহাট, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী ভারতীয় ১৪ জেলেসহ ১টি ভারতীয় নৌযান আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ২৪ ধারা লঙ্ঘন করে বাংলাদেশী জলসীমার অভ্যন্তরে অবৈধভাবে ভারতীয় নৌযান প্রবেশ করে মাছ ধরায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা বিষখালি এলাকায় টহল দানকালে গভীর সমুদ্রে ফেয়ার ওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে গতকাল রোববার সন্ধ্যায় ১৪ জন ভারতীয় জেলেসহ ১টি নৌযান আটক করে। ইলিশসহ ৩৯ ক্যারেটে প্রায় ৯০০ কেজি মাছ জব্দ করে তা নিলামে তোলা হয়।
এ সময় মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. জাহিদুল ইসলামসহ থানা পুলিশ, ওগোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে জব্দকৃত মাছ গতকাল রোববার রাত ১১টায় পর্যটন হোটেল পশুর সংলগ্ন ফেরিঘাটে নিলামে বিক্রি হয়।
বিষয়টি সোমবার রাতে বাসসকে নিশ্চিত করেন, বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মো.আবুল কালাম আজাদ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এফ বি পারমিতা নামক নৌযানের ১৪ জন জেলে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এলাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই একই এলাকা হতে এফবি ঝড়, এফবি মংগল চন্ডী নামে দুটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করে নৌবাহিনী।