ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সপ্তম সিরিজ জয় পাকিস্তানের

বাসস
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:৪৬

ঢাকা, ৪ আগস্ট ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সপ্তমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ব্যাটিং দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। 

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ১৪ রানে এবং দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে জয় পেয়েছিল। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতল পাকিস্তান। ২০১৩ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা সাত সিরিজ জিতল পাকিস্তান। 

ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ফারহান ও আইয়ুব। উদ্বোধনী জুটিতে ৯৮ বল খেলে ১৩৮ রান যোগ করেন তারা। পাওয়ার প্লেতে ৪৭, ১৩তম ওভারে ১শ রান তুলেন ফারহান-আইয়ুব জুটি। এরমধ্যে দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। 

১৭তম ওভারের দ্বিতীয় বলে ফারহানকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার শামার জোসেফ। ৫১ রানে ক্যাচ দিয়ে জীবন পাওয়া ফারহান ৩টি চার ও ৫টি ছক্কায় ৫৩ বলে ৭৪ রান করেন।

১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন আইয়ুব। ৪ চার ও ২ ছক্কায় ৪৯ বলে ৬৬ রান করেন তিনি। শেষ দিকে খুশদিল শাহর ৬ বলে ১১ ও ফাহিম আশরাফের ৩ বলে ১০ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। 

১৯০ রানের টার্গেটে উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৪৪ রান তুলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জুয়েল অ্যান্ড্রু ও অ্যালিক আথানাজে। ১৫ বলে ২৪ রান করে জুয়েল ফিরলে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা সচল রাখেন আথানাজে। 

দ্বিতীয় উইকেটে অধিনায়ক শাই হোপের সাথে ৩০ ও তৃতীয় উইকেটে শেরফানে রাদারফোর্ডকে নিয়ে ৩৬ রান যোগ করেন আথানাজে। এতে ১১০ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৩তম ওভারে আথানাজে শিকার করে পাকিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আইয়ুব। ৮টি বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ৪০ বলে ৬০ রান করেন আথানাজে। 

আথানাজে ফেরার পর ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা বাঁচিয়ে রাখেন রাদারফোর্ড। চতুর্থ উইকেটে রোস্টন চেজের সাথে ২৪ বলে ২৯ রান যোগ করেন তিনি। 

শেষ ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার পড়ে ৪৯ রান। কিন্তু শেষ দিকে পাকিস্তান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ হারে ক্যারিবীয়রা। 

ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হবার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৫১ রান করেন আথানাজে। পাকিস্তানের ছয় বোলারের মধ্যে পাঁচজন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা ফারহান ও সিরিজ সেরা হন মোহাম্মদ নাওয়াজ। 

আগামী ৯ আগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে ‘এসএবিআরই+’ চালু করেছে অর্থ বিভাগ 
চট্টগ্রামে বাসের ধাক্কায় এলডিপি নেতা নিহত
শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সাক্ষীর জবানবন্দি: দুই সন্তানের কাছে অন্ধ মা হয়ে গেছি
নোয়াখালীতে বৃষ্টির মতো গুলি ঝরেছিল আন্দোলনকারীদের উপর  
ছাত্রজনতার ‘অসহযোগে’ উত্তাল ছিল ময়মনসিংহ
জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি
সিলেটে ২১ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
আমার শহরে জুলাই অভ্যুত্থান / আওয়ামী বাহিনীকে হটিয়ে কুমিল্লার আলেখার চর এলাকায় ছাত্র-জনতার উল্লাস
স্টিভ উইটকফের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় ক্রেমলিন
১০