বিমসটেকের সঙ্গীত উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্যের ঝলক

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪২
ভারতের নয়াদিল্লিতে বিমসটেকের ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব শুরু হয়েছে। ছবি: বিমসটেক

নয়াদিল্লি, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): প্রথম বারের মতো ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসব আয়োজন করল  বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক। এর মধ্য দিয়ে এক নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা করল সংস্থাটি।

‘সপ্ত-সুর’ নামে এই সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ‘সপ্ত-সুর’ নামটির মাধ্যমে যেমন বোঝানো হয়েছে সাতটি সুর, তেমনি এর মাধ্যমে বিমসটেকের সাত সদস্য দেশের ঐক্যকেও তুলে ধরা হয়েছে।

ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর আয়োজনে সোমবার শুরু হওয়া এ উৎসবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিমসটেকভুক্ত সাতটি দেশের শিল্পী ও দর্শকরা অংশ নেন। উৎসবে সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐক্যের এক উজ্জ্বল মিলনমেলা তৈরি হয়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এই উৎসবের উদ্বোধন করেন।

উৎসবে লোকসংগীত, শাস্ত্রীয় ও দেশীয় সংগীতের এক অনন্য সংমিশ্রণ উপস্থাপিত হয়, যার প্রতিটি পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য ও আঞ্চলিক সংহতির বার্তা।

আয়োজকরা জানান, এই উৎসব সদস্য দেশগুলোর সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি মানুষে-মানুষে সম্প্রীতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিমসটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন আরও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) হলো বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার একটি আঞ্চলিক উদ্যোগ, যেখানে নানা বিষয়ে একসঙ্গে কাজ করে সদস্য দেশগুলো নিজেদের পারস্পরিক উন্নয়নে সহযোগিতা করে। সদস্য দেশগুলো হলো—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলির মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি শুরু
হবিগঞ্জে বাসের ধাক্কায় কিশোর নিহত
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২,১৭২টি মামলা 
আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা শুরু
বার্ষিক মুনাফার পূর্বাভাস কমিয়েছে টয়োটা, শেয়ারদরে পতন
টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ
১০