চট্টগ্রামে হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৬:৫৫
ছবি : বাসস

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিল্লাতকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শনিবার ভোরে ফটিকছড়ির ভূজপুর থানার সন্দ্বীপ নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিল্লাত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

র‌্যাব জানায়, চলতি বছরের ২ জানুয়ারি সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সীতাকুণ্ড থানায় দশজনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মিল্লাতের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, আসলাম হত্যা মামলার ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব থানায় সোপর্দ করেছে। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এ মামলার প্রধান আসামি আল আমীনকে ১৬ জানুয়ারি কুমিল্লা থেকে এবং তৃতীয় আসামি জসিম উদ্দিনকে ভোলা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাংবাদিকদের অধিকার আদায়ে আমৃত্যু লড়াই করেছেন রুহুল আমিন গাজী
বান্দরবানে বিজিবি’র শিক্ষা সামগ্রী ও মন্দিরে অনুদান প্রদান 
তাপসকে ফোনে হাসিনা : আমি বলছি যা যা পোড়াতে... ও সেতু ভবন পোড়াইছে
ইনুকে ফোনে হাসিনা: হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কম খরচে বাংলাদেশি কর্মী নিতে মালয়েশিয়ার নিয়োগদাতাদের প্রতি বোয়েসেলের আহ্বান
২৮ সেপ্টেম্বর সংলাপে অংশ নিতে শিক্ষাবিদ-সুশীল সমাজের ৬৫ জনকে চিঠি দিয়েছে ইসি 
তফসিলের আগেই প্রবাসী ভোটার নিবন্ধন শুরু: লন্ডন প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে সানাউল্লাহ
১০