আইনজীবী হত্যা মামলায় বাহার-সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল

বাসস
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ২০:০৯
আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে তাহসিন বাহার সূচনা। কোলাজ

কুমিল্লা, ১০ আগস্ট, ২০২৫ (বাসস): কুমিল্লায় আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ৩৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম।

আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, গত বছরের ৫ আগস্ট কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকায় বিজয় মিছিলে অতর্কিত গুলিতে আইনজীবী আবুল কালাম আজাদ আহত হন। গুলিতে আহত হওয়ার পর ১৬ আগস্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ঘটনার পর নিহত আবুল কালাম আজাদের সহকারী আইনজীবী মোস্তাফা জামান জসিম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দীর্ঘ এক বছর তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন ভাইয়ের সূচনাসহ ৩৫ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। নিহত আইনজীবী আবুল কালাম আজাদ কুমিল্লা আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ছিলেন। তার বাসা কুমিল্লা নগরীর রাণীর দিঘীর দক্ষিণপাড় এবং গ্রামের বাড়ি চাঁদপুর হাজীগঞ্জে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫ জারি
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বগুড়ায় গণশুনানি চলাকালে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি : দুদক
হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে : তারেক রহমান
সিপিডি সংলাপে সরকারের চ্যালেঞ্জ ও অর্জন তুলে ধরলেন শ্রম উপদেষ্টা
সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
চীনের কাছে লেবাননের হারে প্রথমবারের মত মূল পর্বে বাংলাদেশ
ফিটনেস পরীক্ষায় একমাত্র ‘এলিট’ নাহিদ রানা
১০