ভার্চুয়ালি হাজিরা দিলেন সালমান-আনিসুলসহ ১১ জন আসামি

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫০
সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি: কোলাজ

ঢাকা, ১১ আগস্ট,  ২০২৫ (বাসস) :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১১ আসামি।

অপর আসামিরা হলেন— সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতা আবুল হাসনাত আদনান ও মোস্তফা কামাল।

আজ কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার হত্যাচেষ্টা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলা, সাদেক খানকে কলাবাগান থানার হত্যাচেষ্টা মামলায়, কাজী মনিরুল ইসলামকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলা, মোস্তফা কামাল ও আবুল হাসনাত আদনানকে কলাবাগন থানার একটি হত্যা মামলায় হাজিরা প্রদান করেন।

এর আগে গত ৭ আগস্ট জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক আসামিসহ বড় ধরনের অভিযোগের মামলার আসামিদের নিরাপত্তার স্বার্থে কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানি করার আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

সেজন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর কক্ষটিকে ডিজিটালাইজ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার ‘এই সময়’: বিএনপি
বাগেরহাটে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
চুয়াডাঙ্গায় ভেজাল সার বিক্রি করায় জরিমানা
ঘুমধুমে সৎ ভাইকে হত্যার ঘটনায় আটক ১
ঝিনাইদহে পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের বিশেষ ‘অ্যাপস’ চালু
জাতিসংঘ নারী সম্মেলনে বৈশ্বিক জবাবদিহিতা কাঠামো গঠনের আহ্বান শারমীন মুরশিদের
পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয়দের সঙ্গে ইরানের সাক্ষাৎ
পূজা নিয়ে গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা: ফরিদপুর এসপি
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ২৭ লাখ টাকা সাশ্রয়
১০