ভার্চুয়ালি হাজিরা দিলেন সালমান-আনিসুলসহ ১১ জন আসামি

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৪:৫০
সালমান এফ রহমান ও আনিসুল হক। ছবি: কোলাজ

ঢাকা, ১১ আগস্ট,  ২০২৫ (বাসস) :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১১ আসামি।

অপর আসামিরা হলেন— সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী শাজাহান খান, ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক এমপি সাদেক খান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের নেতা আবুল হাসনাত আদনান ও মোস্তফা কামাল।

আজ কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও শাজাহান খানকে যাত্রাবাড়ী থানার হত্যাচেষ্টা মামলায়, কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার হত্যা মামলা, সাদেক খানকে কলাবাগান থানার হত্যাচেষ্টা মামলায়, কাজী মনিরুল ইসলামকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলা, মোস্তফা কামাল ও আবুল হাসনাত আদনানকে কলাবাগন থানার একটি হত্যা মামলায় হাজিরা প্রদান করেন।

এর আগে গত ৭ আগস্ট জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসী ও রাজনৈতিক আসামিসহ বড় ধরনের অভিযোগের মামলার আসামিদের নিরাপত্তার স্বার্থে কারাগারে রেখেই ভার্চুয়ালি শুনানি করার আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

সেজন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৮ নম্বর কক্ষটিকে ডিজিটালাইজ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক সেমিনার ও সম্মাননা প্রদান
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের
ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ
আবারও ওয়ানডে র‌্যাংকিংয়ের দশম স্থানে বাংলাদেশ
চায়না লেসো গ্রুপের ৩২.৭৭২ মিলিয়ন ডলার বিনিয়োগ: বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি হস্তান্তর 
যুব দিবসে ৪৭ কোটি টাকা যুব ঋণ প্রদান করা হবে
যুব দিবস উপলক্ষে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান
যুবসমাজ জাতির প্রতিটি ক্রান্তিকালে সাহসী ও অগ্রণী ভূমিকা পালন করে : প্রধান উপদেষ্টা
রাঙ্গামাটিতে ‘জিপিএ ৫’ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘ডিও লেটার’ প্রদান
গাজার জন্য নতুন পরিকল্পনা ‘যুদ্ধ বন্ধের সর্বোত্তম উপায়’: নেতানিয়াহু
১০