শিক্ষার্থী খালিদ হত্যা: সাবেক এমপি সোলাইমান সেলিম ফের রিমান্ডে

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৫:০৭
সাবেক এমপি সোলাইমান সেলিম । ফাইল ছবি

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) :  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে লালবাগ থানা এলাকায় শিক্ষার্থী খালিদ হাসানকে হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মো. সোলাইমান সেলিমের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে র‌্যাব-২। 

গত ২৭ নভেম্বর এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

এ ঘটনায় তার বাবা কামরুল হাসান বাদী হয়ে গত বছরের ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানের সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৬
চীনে ২০২৫ সালে উষ্ণতম গ্রীষ্মকাল রেকর্ড
ভেনেজুয়েলা থেকে আসা মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১১: ট্রাম্প
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা বন্ধ করতে পারবে না ইসরাইল: মাখোঁ
পুতিনের প্রতি ‘আমি খুব হতাশ’: ট্রাম্প
এশিয়ার বাজারে পতন, নতুন উচ্চতায় সোনার দাম 
কেরানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ: কেয়ারটেকারের আমৃত্যু কারাদণ্ড
সামুদ্রিক সম্পদ রক্ষায় বৈশ্বিক অংশীদারিত্বের আহ্বান পরিবেশ উপদেষ্টার
‘মিট দ্য বিজনেস’ প্রতিমাসের ২য় বুধবার আয়োজন করবে এনবিআর
ভোলা-মনপুরা নৌরুটে ৯ দিন ধরে সি-ট্রাক বন্ধ
১০