জবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৩ শিক্ষার্থী বহিষ্কৃত

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৬:৫৯

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।  একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে ক্লাস কার্যক্রম থেকে সাময়িক বিরত রাখা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে বিভাগের জরুরি একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৯তম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ হাসান, মোসা. রাজিয়াতুন নাহার নিশু ও রহমাতুল্লাহ মাজীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই ঘটনার জেরে ১৯তম ব্যাচের শিক্ষার্থী সামিয়া আঁখি, মো. মুইনন্দীন, মো. মাজহারুল ইসলাম ও মো. রাকিব হোসেনকে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক
বেপজা অর্থনৈতিক অঞ্চলে উচ্চমানের পোশাক কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি
শনিবার ব্যাংক খোলা থাকবে
জাপানে ভালুকের হামলায় মৃত্যুর নতুন রেকর্ড
এইচএসসি’র ফলাফলে কারিগরি বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ
চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬টি ইউনিট
যশোর বোর্ডে ২০ কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল
অনলাইন জুয়া, পর্নোগ্রাফি ও অনৈতিক বিজ্ঞাপন প্রচার প্রতিরোধে সরকারের কঠোর অবস্থান
শারীরিক শিক্ষায় নেতৃত্ব ও নৈতিকতার পাঠ: বিপিএড ওরিয়েন্টেশনে পবিপ্রবি উপাচার্য
সিইপিজেডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
১০