হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২২:২৪

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা উপ-প্রকল্প বিষয়ে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকবৃন্দ হিট প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাব সংক্রান্ত তাঁদের কিছু পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন।

কমিশন কর্তৃপক্ষ শিক্ষকদের পর্যবেক্ষণ ও দাবি দাওয়া যাচাই-বাছাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রস্তাবিত গবেষণা উপ-প্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক প্রকল্প, ব্যক্তিগত কোনো প্রকল্প নয়। সেজন্য স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পর্যবেক্ষণ ও দাবি-দাওয়া ইউজিসি’র কাছে পেশ করার পরামর্শ দেয়া হয়।

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালেকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মাওলাসহ হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে হিট প্রকল্প পরিচালিত হচ্ছে। ইউজিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গা বাসটার্মিনাল থেকে মাদক কারবারি আটক 
২৩২টি বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত
দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
জামালপুর জেলা বিএনপি’র কমিটি ঘোষণা : সভাপতি শামীম, সাধারণ সম্পাদক মামুন
টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহীর মোহনপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
ডাকসু নির্বাচন সংক্রান্ত মামলা আজ আপিল বিভাগে কার্যতালিকার এক নম্বরে
মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত
রাজশাহীতে কনস্টেবলদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ
১০