হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২২:২৪

ঢাকা, ১১ আগস্ট, ২০২৫ (বাসস) : হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের গবেষণা উপ-প্রকল্প বিষয়ে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ সোমবার ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকবৃন্দ হিট প্রকল্পের আওতায় গবেষণা প্রস্তাব সংক্রান্ত তাঁদের কিছু পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট কয়েকটি দাবি উপস্থাপন করেন।

কমিশন কর্তৃপক্ষ শিক্ষকদের পর্যবেক্ষণ ও দাবি দাওয়া যাচাই-বাছাই করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন। প্রস্তাবিত গবেষণা উপ-প্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক প্রকল্প, ব্যক্তিগত কোনো প্রকল্প নয়। সেজন্য স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের পর্যবেক্ষণ ও দাবি-দাওয়া ইউজিসি’র কাছে পেশ করার পরামর্শ দেয়া হয়।

সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালেকুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম মাওলাসহ হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে হিট প্রকল্প পরিচালিত হচ্ছে। ইউজিসি এই প্রকল্প বাস্তবায়ন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযানে ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন
মহাখালীতে হাসপাতাল নির্মাণ ও সংস্কারে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না : এম. আবদুল্লাহ
বিজিবি’র অভিযানে জুলাই মাসে ১৭৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
৪৮তম বিশেষ বিসিএসের ৪র্থ ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
শেখ হাসিনা ট্রাইব্যুনাল ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের হুমকি দিয়েছেন
হলফনামায় মিথ্যা তথ্যের প্রমাণ পেলে এমপি পদ চলে যাবে
হিটের গবেষণা প্রকল্প বিষয়ে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাক্ষাৎ
নিবন্ধন প্রত্যাশী ২২ দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত করবে ইসি
‘ক্ষুদিরামের সাহসিকতা ও দেশপ্রেম থেকে তরুণদের শিক্ষা নেওয়া উচিত’
১০