লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৯:৩৮
ছবি : বাসস

সিলেট, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘সিলেট দেশের অন্যতম পর্যটন অঞ্চল। এখানে হাজার হাজার মানুষ পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। কিন্তু কতিপয় লুটপাটকারী সাদা পাথরসহ বিভিন্ন পর্যটন স্পট থেকে পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এভাবে সিলেটের পরিবেশ ও ইকোলজিক্যাল ভীত দুর্বল করা হচ্ছে। তাই পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

আজ শনিবার বিকেলে সিলেট বিভাগীয় জেলা আমির-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, ‘কিছু কিছু মিডিয়া মিথ্যাচারের মাধ্যমে পাথর লুটের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা দেখানোর চেষ্টা করছে। বাস্তবে এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই, অতীতেও ছিল না। তাই জামায়াতকে নিয়ে অপপ্রচার বন্ধ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। জামায়াত নির্বাচনমুখী দল। তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল।

এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সুনামগঞ্জ জেলা নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, হবিগঞ্জ জেলা আমির কাজী মাওলানা মখলিছুর রহমান, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সিলেট জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হবিগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ ও সুনামগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুল্লাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
বনানীর সিসা বারে ছুরিকাঘাতে যুবক হত্যা : দুই আসামির রিমান্ড
টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে ১২ অক্টোবর
সিলেটে লুট করা আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ
ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ভেলোসিটি ১৫কে রান এডিশন ১'
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল শুরু
উৎসবমুখর পরিবেশে সিলেটে জন্মাষ্টমী উৎসব পালিত
রাঙ্গামাটিতে জেএফএ অনূর্ধ্ব-১৪ উইমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু
১০