ডেল্টা গ্রুপ চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : দি ডেল্টা অ্যাক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌস আরা বেগমসহ মোট ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র মতিঝিল কর্পোরেট শাখায় পরিচালিত নয়টি হিসাবের মাধ্যমে ঋণের নামে ৫৮ কোটি ৯০ লাখ টাকার বেশি উত্তোলন করেন। ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত সুদ ও অন্যান্য চার্জসহ ব্যাংকের মোট পাওনা দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকার বেশি। এর মধ্যে ৯১ কোটি টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ৬৮ কোটি ২৭ লাখ টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় দায়িত্বে থাকা বিভিন্ন পর্যায়ের ১৩ জন কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ ও তার স্ত্রীর সঙ্গে যোগসাজশে ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়ম করেন বলে অভিযোগ আনা হয়েছে। ব্যাংকিং নিয়ম-নীতি উপেক্ষা করে তারা ঋণ প্রস্তাব অনুমোদন করান এবং অধিকাংশ শর্ত পূরণ না করেই ঋণ বিতরণে সহযোগিতা করেন।

দুদক জানায়, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ৪০৬, ৪০৯ ও ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
ভোলায় উপকূলের নদনদী উত্তাল, ২০ রুটে লঞ্চ চলাচল বন্ধ  
পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’
১০