পাওয়ার হিটিং ক্লাসে উডের ‘প্রো-ভেলোসিটি ব্যাট’

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ২১:২৪

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের সাথে যুক্ত হয়েছেন জুলিয়ান উড। অনুশীলন সেশনে ক্রিকেটারদের একটি নতুন ব্যাটের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন উড। সেটি হল, প্রো-ভেলোসিটি ব্যাট। 

প্রো-ভেলোসিটি ব্যাটটি দেখতে একটি ভারী রডের মত। ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে এটি ব্যবহার হয়ে থাকে। এই ব্যাটটি সঠিক ব্যাটিং সিকোয়েন্স এবং কমপ্যাক্ট মেকানিক শেখায়।

সম্প্রতি বিসিবি’র প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রো-ভেলোসিটি ব্যাট দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে ড্রাইভ, স্কয়ার কাট, পুল এবং শ্যাডো শট শেখাচ্ছেন উড। এই ব্যাটটি ব্যাটারদের হাত-চোখের সমন্বয়, সঠিক শট বেছে নিতে সহায়তা করে।

স্লাইডিং ব্যারেলে আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড থাকে যা এর গতিকে প্রতিরোধ করে থাকে। যত বেশি ব্যান্ড হবে, ব্যাট হেলানো কঠিন হয়ে পড়ে। 

ব্যাটাররা যদি ব্যাটের গতি বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের ডাবল ক্লিক শুনতে হয়। এর অর্থ, ব্যাটের স্পিড যথেষ্ট এবং মেকানিকও সঠিক হবে।

বাংলাদেশে আসার পর প্রথমভাগে নারী ক্রিকেটারদের সাথে কাজ করেছেন উড। এরপর দেশীয় কোচদের সাথে কাজ করেন তিনি। সর্বশেষ গত শুক্রবার জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কাজ করেছেন উড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০