গুলশানে ফার্নিচার কর্মচারী হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিকুর

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:০৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ আগস্ট, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানা এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ বুধবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।  গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর গুলশান থানার সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনার নিহতের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এই মামলায় এজাহারনামীয় আসামি অভিনেতা সিদ্দিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই : ইউএনএইচসিআর প্রধান
মরক্কোতে তরুণদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ
যশোরে পূজা হচ্ছে উৎসবমুখর : সনাতনী নেতৃবৃন্দ
আর্জেন্টিনায় তিন নারী হত্যায় সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী পেরুতে আটক
তারেক রহমানের পক্ষে মোংলায় খাদ্যসামগ্রী বিতরণ
সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
পটুয়াখালীতে মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার
মিয়ানমারের ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত 
মহানবমী আজ, বাজছে দেবীর বিদায়ঘণ্টা
ভারতের ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত 
১০