মাদ্রাসা ছাত্ররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিলেন: হেফাজত মহাসচিব 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:১১

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমান বলেছেন, মাদ্রাসা ছাত্ররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিলেন। তারা জুলাই বিপ্লবে জীবনবাজি রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে লড়াই করে ৮০ জন শাহাদাত বরণ করেছেন। 

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, মোদি বিরোধী আন্দোলনেও ২০জন শহীদ হয়েছেন। ১৩ সালে শাপলার আন্দোলনেও অগণিত ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং ইসলামের বাংলাদেশ। দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদুল হাসান। সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি বাকি বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, বারিধারা মাদরাসার মুঈনে মুফতি জাবের কাসেমী, বাংলাদেশ আইম্মা পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা। 

ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে মুফতি বাকি বিল্লাহ সংগঠনটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০