জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে: চরমোনাই পীর 

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ২০:৫৪
ছবি: ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেসবুক পেইজ

নোয়াখালী, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস): ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাই অভ্যুত্থান জাতির জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে।

আজ রোববার নোয়াখালীর চৌমুহনির বেঙ্গল কনভেনশন হলে অনুষ্ঠিত উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দেশের মূল শক্তি হিসেবে ইসলামের গুরুত্ব এবং উলামায়ে কেরামের ভূমিকা তুলে ধরেন।

চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন স্বার্থান্বেষী মহল বারবার জাতিকে প্রতারিত করেছে। নির্বাচনের সময় তারা দেশপ্রেমিক ও ধার্মিক সেজে সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়, কিন্তু ক্ষমতায় গেলে দুর্নীতির মাধ্যমে দেশকে ‘চ্যাম্পিয়ান’ বানায়।

তিনি বলেন, ফ্যাসিস্ট শাসকরা দেশের কোটি কোটি টাকা পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কিন্তু জনগণের রোষের কারণে তাদেরও পালাতে হয়েছে। তাই নতুন কোনো ক্ষমতাধারী জাতির সঙ্গে প্রতারণা করলে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, বিগত জুলাইয়ের অভ্যুত্থানে হাজারো মা ও পরিবার কষ্ট পেয়েছে, বহু মানুষ অন্ধত্ব ও পঙ্গুত্বের শিকার হয়েছে। এত রক্তের বিনিময়ে দেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। 

দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, যারা উলামাদের মৌলবাদী আখ্যায়িত করছে, তাদের সমর্থন সমস্যাজনক। উলামাদের সচেতনতা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা নজির আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রবাসী উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম কাউসার, বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সলিম উদ্দিন, নোয়াখালী ৩ (বেগমগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য মাওলানা নুর উদ্দিন আমানতপুরী। এতে নোয়াখালীর বিভিন্ন মাদ্রাসার 

পরিচালক, শাইখুল হাদিস ও ব্যবসায়ী নেতরা অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০