ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজধানীর বংশাল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইউনুস আহাম্মেদকে গতকাল গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী নয়াবাজার ও আরমানিটোলা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। আরমানিটোলা বটতলার পাশে ৯/১ এসি রায় রোড হোল্ডিংয়ের সামনে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ইউনুসকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইউনুস ঢাকা শহরের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।