সিলেট, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন এলাকা ভোলাগঞ্জ সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আজ মঙ্গলবার সকালে কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভিন কমিটির সদস্যদের নিয়ে সাদাপাথর পরিদর্শন করেন।
এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
সাদাপাথর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহেদা পারভিন বলেন, ‘পাথর লুটের বিষয়টি তদন্তাধীন থাকায় এখনই কোনো মন্তব্য করতে চাই না।’
এর আগে পাশের রেলওয়ে বিভাগের জায়গার বাঙ্কার এলাকা পরিদর্শন করেন তারা। এসময় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভিনকে আহ্বায়ক করে গত ২০ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠিত হয়।
১০ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দাখির করতে বলা হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য মতে, এখন পর্যন্ত লুট হওয়া ২৫ লাখ ঘনফুট পাথরের মধ্যে ৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার করে ঘটনাস্থলে প্রতিস্থাপন করা হয়েছে। ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে আরো ৭ লাখ ঘনফুট পাথর প্রস্তুত রাখা হয়েছে। পরবর্তী পর্যায়ে সাদাপাথর পর্যটন স্থানে এগুলো প্রতিস্থাপন করা হবে।
প্রসঙ্গত, সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা থেকে গত কয়েক মাসে বিপুল পরিমাণ পাথর লুট হয়েছে।