কুমিল্লা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : স্বাধীনতা সংগ্রামী, সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ১০ম মৃত্যুবার্ষিকী আগামীকাল।
এদিন বিভিন্ন কর্মসূচি বিশেষ করে তার পৈত্রিক বাড়ি চৌদ্দগ্রাম, কুমিল্লার চিওড়া কাজীবাড়িতে অনুষ্ঠিত হবে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে সারাদিনব্যাপী বিভিন্ন আয়োজন রাখা হয়েছে, যার মধ্যে থাকবে কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল, ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মারক আলোচনা। অনুষ্ঠানটি সকাল সাড়ে ১০টায় শুরু হবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ প্রয়াত নেতার রাজনৈতিক সহযোগী, বন্ধু, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিল ও তার আত্মার শান্তির জন্য প্রার্থনায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান। এসব অনুষ্ঠানে জাতীয়, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
১ জুলাই ১৯৩৯ সালে কুমিল্লার চিওড়ার বিশিষ্ট কাজী পরিবারে জন্মগ্রহণ করেন কাজী জাফর আহমেদ। ভাষা আন্দোলনের সময় তার রাজনৈতিক জীবনের সূচনা এবং ১৯৫৫ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
১৯৬২-৬৩ সালে তিনি অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন এবং সামরিক শাসনবিরোধী আন্দোলন এবং শরীফ শিক্ষা কমিশনের বিরোধিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ছাত্র রাজনীতির পর তিনি শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ১৯৬৭ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বাংলা শ্রমিক ফেডারেশনের নেতৃত্ব দেন। তিনি ঐতিহাসিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (SKOP) আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে কাজী জাফর পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে উল্লেখযোগ্য অবদান রাখেন। পরে ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত জাতীয় আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হন। ১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত জাতীয় পার্টি সরকারের সময় বাণিজ্য, বন্দর ও নৌপরিবহন, তথ্য ও শিক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির রাজনৈতিক উপদেষ্টা এবং ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
কাজী জাফর আহমেদ একজন প্রভাবশালী সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির সংসদীয় দলের উপনেতা এবং পরে নেতা হিসেবে কাজ করেন। তিনি ধারাবাহিকভাবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন (১৯৮৬-১৯৯৬)।
কাজী জাফর আহমেদ ২০১৫ সালের ২৭ আগস্ট মৃত্যুবরণ করেন।