হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬
সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় রুস্তমকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

জিয়াউল আলম তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গ্রেফতার দেখানোর পর, তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ূম হোসেন নয়ন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ৫ মার্চ  চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে  জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ গোলচত্বর বেগম রোকেয়া সরণি শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় গত ৩০ মে কাফরুল থানায় একটি হত্যা মামলাটি দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির মামলায় বিচারকরা ‘রাজনীতি করছেন’ বলে অভিযোগ স্পেনের প্রধানমন্ত্রীর
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাত রাজনৈতিক দলের বৈঠক
অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে রায় ঘোষণা শুরু
রাজশাহীতে মাদকসহ ডিলার আটক
মানিকগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় যুবক আটক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে: আইন উপদেষ্টা
‘খুলনায় গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক কমিটি বিলুপ্ত : সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার নিন্দা বিএনপি মহাসচিবের 
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে 
১০