নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকদের জরুরি প্রত্যাবর্তন

বাসস
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২
ছবি : সংগৃহীত

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালে চলমান রাজনৈতিক সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ক্রীড়া সাংবাদিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ পরিবহন বিমানের মাধ্যমে এই উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বরাত দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে 'ফিফা টায়ার-১ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ'-এর দুটি খেলায় অংশগ্রহণের জন্য কাঠমান্ডু যায়। কিন্তু ৯ সেপ্টেম্বর নেপালে হঠাৎ রাজনৈতিক অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ ক্রীড়া সাংবাদিকরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন।

এহেন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের কাছে জরুরি প্রত্যাবর্তনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।

তাদের অনুরোধের প্রেক্ষিতে, বাংলাদেশ বিমানবাহিনী দ্রুত একটি পরিবহন বিমান প্রস্তুত করে উদ্ধার অভিযানের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে বিমানটি ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করে এবং উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে বিকেল ৪টা ৩৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

বিমানবাহিনীর এ উদ্ধার অভিযানে মোট ৫৫ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর মধ্যে রয়েছে- ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক ও একজন ছাত্র সমন্বয়ক।

জনগণের নিরাপত্তা ও দেশের প্রয়োজনে ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী একইভাবে দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০