শিল্পকলা একাডেমির মহাপরিচালক হলেন রেজাউদ্দিন স্টালিন

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯ আপডেট: : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৩
শিল্পকলার নতুন মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। ফাইল ছবি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রেজাউদ্দিন স্টালিনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, রেজাউদ্দিন স্টালিন আশির দশকের অগ্রগণ্য কবি হিসেবে সুপরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউটের। তাঁর রচিত ৪৫ টি কাব্যগ্রন্থ রয়েছে। কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে রেজাউদ্দিন স্টালিন জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে গ্রামেই। পরে সপরিবারে তাঁরা কালিগঞ্জে চলে আসেন। ১৯৬৯ সালে সেখান থেকে যশোর নতুন উপশহরে চলে আসেন। লেখালেখির প্রতি তাঁর টান শৈশব থেকেই। এরই ফলশ্রুতিতে ১৯৭০ সালে আট বছর বয়সে স্টালিনের প্রথম কবিতার বই ‘শপথ’ প্রকাশিত হয়। কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, জার্মান, চীনা, জাপানি, রুশ, উড়িয়া ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এটিইও নিয়োগ : এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬১৪ জন
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া 
মির্জা ফখরুলের সঙ্গে ক্যাথেরিন সিসিলের সৌজন্য সাক্ষাৎ
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা : কাদের গনি চৌধুরী
এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনে নিষ্পত্তির নির্দেশ ইসির
বুধবার থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিয়ে কর্মশালা
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট 
ঝিনাইদহে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আগামীকাল
১০