স্বাস্থ্যখাতে এনজিও’র সম্পৃক্ততা দৃশ্যমান করতে হবে : স্বাস্থ্য সচিব

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭
স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): স্বাস্থ্যখাতে কাজ করা এনজিওগুলোর সম্পৃক্ততা আরও দৃশ্যমান করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান।

বুধবার আগারগাঁওয়ে এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কার্যালয়ে এনজিও প্রতিনিধিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, দেশে ২০ কোটি জনগণের স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য এনজিওগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শুধু অর্থের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও জনগণের স্বাস্থ্য সচেতনতায় তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

সাইদুর রহমান জানান, অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। এ সরকারের আমলে দেশের সব সিভিল সার্জনকে নিয়ে ঢাকায় বড় সমাবেশ করা হয়। স্বাস্থ্যখাতের এনজিওগুলোর সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে সমাবেশে তাদের নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, যে এলাকাতেই স্বাস্থ্যখাতের কাজ করুক, সেটি দৃশ্যমান হতে হবে এবং কাজের অগ্রগতি সম্পর্কে এনজিওগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে।

অনুষ্ঠানের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর বলেন, সংস্থার ২০২২ সালের জরিপে অনুযায়ি সঠিক খাদ্যাভ্যাসের কারণে ৪২ শতাংশ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এনজিও কর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

মহাপরিচালক আরও বলেন, আগামী ১২ অক্টোবর সারা দেশে একযোগে চার কোটি ৯৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। সেদিন অন্য কাজ বাদ দিয়ে এনজিওগুলোকে শিশুদের টিকাদানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে। 

অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক বলেন, বর্তমান সরকার এনজিওগুলোকে স্বাস্থ্যখাতে কার্যক্রম পরিচালানার জন্য যথেষ্ট সহযোগিতা দিয়েছে। এখন তাদের উচিত সরকারকে যথাযথ সহযোগিতা এবং নিজেদের কাজ ও দায়িত্ব নিশ্চিত করা।

অনুষ্ঠানে দেশের কমপক্ষে ৪০টিরও বেশি এনজিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনজিওগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেনীতে বেড়েছে পুজামণ্ডপ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা উপলক্ষে জমে উঠেছে সাতক্ষীরা শহরের শপিংমল, ক্রেতাদের উপচে পড়া ভিড়
আগামী ৬ নভেম্বর হাবিপ্রবি’র ছাত্র সংসদ নির্বাচন
লালমনিরহাটে অজুুখানার নির্মাণসামগ্রী বিতরণ
মাদারীপুরে ট্রমা সেন্টারের ভবন আছে সেবা নেই
রাবিপ্রবিতে আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক সেমিনার
পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন হত্যা মামলায় রিমান্ডে
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা
১০