আরও আট দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২২:১৩
নির্বাচন কমিশন ভবন। ছবি : বাসস

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের জন্য বর্তমানে ১১টি দেশে ভোটার নিবন্ধন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। আরও আট দেশে শীঘ্রই ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ রাজনৈতিক দল ও নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রদান, প্রবাসী বাংলাদেশি ভোটারদের আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ, জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক প্রাপ্তির দাবী ইত্যাদি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বলে ইসির পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের বিষয়ে ইসি সচিব বলেছেন, পর্যবেক্ষণ নীতিমালা মেনে এবং নির্বাচন কমিশন প্রণীত নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ যাচাই-বাছাই করে দাবী-আপত্তি গ্রহণের জন্য প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্যদের বিষয়ে কারও কোন দাবি আপত্তি আছে কিনা তা জানতে চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০ অক্টোবরের পর নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

আখতার আহমেদ আরো বলেন, বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ চলমান আছে। আগামী ২০ অক্টোবর ২০২৫ ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

শাপলা প্রতীক প্রাপ্তির জন্যে এনসিপির দাবীর বিষয়ে ইসি সিনিয়র সচিব বলেন , নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর জন্য তফসিলভুক্ত প্রতীকের বাইরে অন্যকোন প্রতীক কোন দলকে বরাদ্দ দেয়ার সুযোগ নেই। এনসিপিকে আগামী ১৯ অক্টোবরের  মধ্যে বরাদ্দযোগ্য প্রতীক হতে একটি নির্ধারণ করে তা ইসিকে জানাতে পত্র দেয়া হয়েছে।

এ সময়ের মধ্যে এনসিপি থেকে কোন প্রস্তাব না পাওয়া গেলে নির্বাচন কমিশন বিধি মোতাবেক প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত, আহত ২০
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
উ.কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন
নাসীরুদ্দীন ও জারার নেতৃত্বে এনসিপি’র নির্বাচন পরিচালনা কমিটি
মেক্সিকোতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১৩ 
কিশোরগঞ্জের চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, দুইটিতে হোল্ড
গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনায় ঝালকাঠিতে অর্ধবার্ষিক সমন্বয় সভা
জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয়ে কেন্দ্র সচিবদের প্রতি জরুরি নির্দেশনা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফরের সময় আর্টিলারি রকেট নিক্ষেপ উত্তর কোরিয়ার : দক্ষিণ কোরিয়া
পটুয়াখালীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
১০