অফলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অফলাইনে শিক্ষকদের বদলি-সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পত্রে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। তাছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়শই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন। অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন। এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে অপরদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অফ কমান্ড ভেঙ্গে পড়ার উপক্রম হচ্ছে।

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

এমতাবস্থায়, শিক্ষকগণকে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা এবং নৈমিক্তিক ছুটি প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ-পরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সব  উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানিয়ে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার যোগদান
সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের
জব্দকৃত শামুক ও ঝিনুক চলনবিলে অবমুক্ত
চাঁদপুরে স্কাউটস্ ও গার্লস গাইডের অংশগ্রহণে কর্মশালা 
মার্কিন শুল্ক চুক্তির সুফল পেতে সমন্বিত কৌশল প্রণয়নের আহ্বান বিশেষজ্ঞদের  
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 
দেশ বিরোধী স্লোগান : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অজয় কারাগারে
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
টাঙ্গাইলে ১০টি মিষ্টির দোকানকে জরিমানা
১০