ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাজ্যের সহযোগিতায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা বিষয়ক ‘আইসিএও ন্যাশনাল ইন্সপেক্টরস কোর্স’ গতকাল সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার বেবিচক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বেবিচক কর্মকর্তারা জানান, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ আকাশের নিরাপত্তা জোরদারে দেশের সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
বেবিচক-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী ২০ জন বেবিচক নিরাপত্তা কর্মকর্তার হাতে সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।
বেবিচক চেয়ারম্যান তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, নিত্য নতুন বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরের নিরাপত্তা তদারকিতে এ কোর্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
যুক্তরাজ্য থেকে আসা দু’জন এভিয়েশন সিকিউরিটি ইন্সট্রাক্টর সাত দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করেন।