ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:২৯
ফায়ারফাইটার নূরুল হুদার প্রতি সহকর্মীদের শেষ শ্রদ্ধা। ছবি: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : টঙ্গীতে কেমিক্যালের আগুন নির্বাপণে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুবরণকারী ফায়ারফাইটার মো. নূরুল হুদার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। 

আজ সন্ধ্যা সাতটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা অনুষ্ঠানের আগে শহিদ মো. নূরুল হুদার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এ সময় অগ্নিসেনাদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর জানাজায় 
অংশগ্রহণকারীগণ শেষবারের মতো সারিবদ্ধভাবে নূরুল হুদার মরদেহ দেখেন এবং শ্রদ্ধা জানান। 

এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, মন্ত্রণালয় ও অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রয়াত ফায়ারফাইটারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করে শোনানো হয়। শহিদ ফায়ারফাইটারের বাবা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দোয়ার আবেদন জানান। বক্তব্য শেষে জানাজা আদায় ও দোয়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ।

পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ মো. নূরুল হুদার লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইলের উদ্দেশে যাত্রা শুরু করে। নিজ গ্রামের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হবে প্রয়াত ফায়ারফাইটার মো. নূরুল হুদার মরদেহ। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় মদদপুষ্ট কোনো দল রাজনীতি করতে পারবে না : সারজিস আলম
বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের
দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
১০