জাতিসংঘে জনআকাঙ্ক্ষা তুলে ধরতে প্রধান উপদেষ্টার প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৩

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে সুশাসনের প্রতি জাতির আকাঙ্ক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং ফিলিস্তিনে নির্যাতিত মানবতার পক্ষে অবস্থানকে গুরুত্বসহকারে তুলে ধরার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ এক বিবৃতিতে বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাজায় চলমান হত্যাযজ্ঞ।

ইসরাইলের নির্মমতায় বিশ্ব বিবেক ক্ষুব্ধ। অনেক দেশ তাদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি পরিবর্তন করে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ফিলিস্তিনের দীর্ঘদিনের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশকেও এবারের জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সুশাসনের সংগ্রামের সঠিক চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা জরুরি। এ ছাড়া পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করার আহবান জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, লাখ লাখ নাগরিককে দেশান্তরিত হওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখেনি।

শুধুমাত্র মানবিক সহায়তায় সীমিত ভূমিকা রাখাই যথেষ্ট নয়, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতিসংঘে বাংলাদেশকে এ অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় মদদপুষ্ট কোনো দল রাজনীতি করতে পারবে না : সারজিস আলম
বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের
দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
১০