ডাক সেবা দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের দক্ষতা অর্জন অপরিহার্য : ডাক ও টেলিযোগাযোগ সচিব

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৯ আপডেট: : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। ছবি : পিআইডি

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ডাক বিভাগের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।

আজ বৃহস্পতিবার রাজশাহী পোস্টাল একাডেমিতে নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারদের ইনডাকশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

আব্দুন নাসের খান নবনিয়োগপ্রাপ্ত উপজেলা পোস্টমাস্টারদের ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য।

তিনি নবনিযুক্ত পোস্টমাস্টারদের পেশাগত সততা, দায়িত্ববোধ ও আধুনিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

রাজশাহী পোস্টাল একাডেমির অধ্যক্ষ কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের কমিশনার খোন্দকার আজিম আহমেদ এবং জেলা প্রশাসক আফিয়া আখতার।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০