শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ যানবাহনের জরিমানা

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১

নারায়ণগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলা শহরের শিবু মার্কেটে শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় সাতটি যানবাহনের সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব যানবাহনের অবৈধ হর্নও জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন দায়ের করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এসব যানবাহনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ জানান, যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রলিক হর্ন ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির কারণ।

তিনি আরও জানান, অভিযানে যানবাহনগুলোতে ব্যবহৃত হাইড্রলিক হর্ন জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবহার না করার জন্য চালকদের সতর্ক করা হয়। শব্দদূষণসহ পরিবেশদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০