ঋণ প্রদানে জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দিতে হবে : নাজমা মোবারেক

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৭ আপডেট: : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। ফাইল ছবি

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সরকারি ব্যাংকের ঋণ প্রদানের ক্ষেত্রে জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দিতে হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

আজ বৃহস্পতিবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত বেকার যুবদের কর্মসৃজন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনা শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যুবকরা যে যে কাজে পারদর্শী তাকে সে কাজে ঋণ দিতে হবে। যাতে তারা স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে।

সচিব বলেন,  দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। তাই শিক্ষিত ও প্রশিক্ষিত বেকার যুবকদেরকে ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বেকার যুবদের ঋণ প্রদানের মাধ্যমে সামাজিক ব্যবসার পরিধি বাড়াতে পারলে সরকারি কর্মসংস্থানের ওপর যুবকদের চাপ কমবে। যুবকরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখবে।

দেশের প্রান্তিক নারীদের ক্ষমতায়নে ও কর্মসৃজনে অধিক ঋণ প্রদানের আহ্বান জানিয়ে এফআইডি সচিব বলেন, বেকার যুবদের ঋণ প্রদানের মাধ্যমে সামাজিক ব্যবসার পরিধি বাড়াতে হবে। এজন্য আরো নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন তিনি।

তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ঋণ প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এ সময় তিনি অধিক সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের অর্থায়নের মাধ্যমে কর্মসৃজনের ওপর গুরুত্বারোপ করেন।

নাজমা মোবারেক বলেন, পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব প্রকল্পে অধিক পরিমাণে ঋণ বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি কর্মসংস্থান ব্যাংক কর্তৃক গৃহীত গ্রিন ফাইন্যান্স কর্মসূচির প্রশংসা করেন এবং এ খাতে ঋণের পরিধি আরো বাড়ানোর পরামর্শ দেন।

সচিব বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের ডাটাবেজ তৈরি করে ঋণ প্রদান করতে হবে। এক্ষেত্রে অধিক পরিমাণ ঋণ প্রদানের জন্য পরামর্শ প্রদান করেন তিনি।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব মাকছুমা আকতার বানু, উপসচিব (সচিবের একান্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো. শফিকুল ইসলাম মিঞা ও মো. আমিরুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বেকার যুবদের কর্মসৃজনে কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার তথ্য তুলে ধরেন ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান।

কর্মসংস্থান ব্যাংকের ২৮তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান সচিব ব্যাংকের সকল গ্রাহক, অংশীজন, শুভান্যুধ্যায়ী ও সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০