লিগ্যাল এইড-এর টোল ফ্রি ‘১৬৪৩০’ নম্বরে ১ লাখ ৯০ হাজার ৫৭২ জনকে আইনি সেবা প্রদান

বাসস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) অধীনে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) ১ লাখ ৯০ হাজার ৫৭২ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।

লিগ্যাল এইড-এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, টোল ফ্রি-‘১৬৪৩০’ কল সেন্টার চালু, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল ও এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করা হয়।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বাসসকে বলেন, ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড-এ শ্রমিক আইন সহায়তা সেলের কার্যক্রম শুরু হয়। ২০১৬ থেকে জাতীয় হেল্পলাইন কলসেন্টার টোল ফ্রি নাম্বার চালু হয়। তারপর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১ লাখ ৯০ হাজার ৫৭২ জন আইনি পরামর্শ সেবা পেয়েছেন।

হট লাইনের মাধ্যমে তথ্য সেবা প্রদানে জাতীয় হেল্পলাইন কল সেন্টার স্থাপনের পূর্ব পর্যন্ত ১৭ হাজার ৩২৮ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এ সেবা দেওয়া হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিসিবি নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করলেন রাজ্জাক
তারুণ্যের উৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফাইনালে অনিশ্চিত পান্ডিয়া
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত 
উচ্চ শিক্ষা বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় : ধর্ম উপদেষ্টা
আগামীকাল শুরু হচ্ছে কাপ পর্বের খেলা
মেহেরপুরে পূজামন্ডপের স্বেচ্ছাসেবকদের মধ্যে উপকরণ বিতরণ
হোয়াইট হাউস থেকে পোশাকের ব্র্যান্ড চালু করলেন ট্রাম্পের নাতনি
নেত্রকোণার শত বছরের ঐতিহ্যবাহী মিষ্টি ও জি.আই পণ্য "নেত্রকোণার বালিশ"
১০