জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায় : মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১৭:২০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সংকট বোঝে না, তারা শুধু ভোট দিতে চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রোববার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনি জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণভোট-সনদ কী? এসব জনগণ বোঝে না। তারা দেশে তৈরি করা কোনো সংকট বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট হবে নির্বাচনের দিনেই। সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

গণহত্যা ও গণঅভ্যুত্থান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ৭১ সালেও গণহত্যা হয়েছে, ২০২৪ সালেও গণহত্যা হয়েছে। পার্থক্য হলো— সেসময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে আর এবার আমার দেশের ফ্যাসিস্ট নেতারাই আমাদের ওপর, আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

জামায়াত ও নিজের শেষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কী করেছি আর তারা কী করেছে এটা বিবেচনা করে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদেরকে বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। নির্বাচন করার সময় শক্তি থাকবে না। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন আপনারা।

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ফসলের ন্যায্য দামের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড করা হবে। সহজ কিস্তিতে ব্যাংক লোনের ব্যাবস্থা করা হবে।  তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ার পথ তৈরি করে দেওয়া হবে।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৩৭ মামলা
ঢাকা-সিউল অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে সিইপিএ গুরুত্বপূর্ণ : রাষ্ট্রদূত
নিষিদ্ধ পলিথিন নিয়ন্ত্রণ অভিযানে জরিমানা ৫ লাখ; পলিথিন জব্দ ৩ হাজার কেজি
চবিতে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নে পাঁচদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়ালের তালিকায় জেসি
কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বিভিন্ন গ্রুপে বাংলাদেশের জয়
টাঙ্গাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
ঢাবিতে ২ দিনব্যাপী ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব উদ্বোধন
রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার
১০