ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর বাড্ডা থানা এলাকায় হাফেজ মো. মাসুদুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাসুদুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিংক রোডে আন্দোলনে অংশগ্রহণ করার সময় আসামিদের ছোঁড়া বুলেটে বুকে গুলিবিদ্ধ হন মাসুদুর রহমান। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বছর ৯ নভেম্বর বাড্ডা থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মহিউদ্দিনের দেওয়া তথ্য যাচাই বাছাই করছেন ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)। আজ চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান।
এদিকে আজ মহিউদ্দিনের আইনজীবী তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর মহিউদ্দিন আহম্মেদকে আদালতের আদেশে চার দিনের পুলিশ হেফাজতে প্রাপ্ত হয়ে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে যা মামলার তদন্ত কাজে সহায়ক হবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। পরের দিন ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।