অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০০:৪৭

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ চারটি ভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পৃথক অভিযান পরিচালনা করেছে। মাদারীপুর, চট্টগ্রাম, দিনাজপুর এবং ঢাকায় পরিচালিত এসব অভিযানে প্রাথমিকভাবে দুর্নীতি, অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানায়, মাদারীপুর জেলার সদর উপজেলায় কাবিখা ও কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং এডিপি প্রকল্পের অর্থায়নে ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণের অভিযোগে অভিযান পরিচালিত হয়। মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের প্রকল্প-সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে সরেজমিনে গিয়ে টিম দেখে যে ৯ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি শুধু একজন সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ির যাতায়াতের জন্য নির্মিত হয়েছে। জনস্বার্থে কোনো কার্যকারিতা না থাকায়, প্রকল্পের ৩২ লাখ টাকা ব্যক্তিস্বার্থে অপব্যবহার হয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়। সংগৃহীত প্রমাণাদি যাচাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।

এদিকে চট্টগ্রাম রেলওয়ে, পূর্বাঞ্চলের শতকোটি টাকার পুরাতন মালামাল ও স্ক্র্যাপ পাচারের অভিযোগে জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিস্তারিত যাচাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এ ছাড়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অভিযান চালানো হয়। তদন্তে দেখা যায়, পর্যাপ্ত চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীরা হয়রানির শিকার হচ্ছেন এবং রোগীদের খাবার সরবরাহে অনিয়ম রয়েছে। দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এসব অনিয়ম সম্পর্কে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। অভিযানে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা পর্যালোচনা শেষে কমিশনে প্রতিবেদন আকারে দাখিল হবে।

অপর দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে খুলনা ও রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। অভিযোগ-সংক্রান্ত তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিস্তারিত পর্যালোচনার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেয়া হবে।

দুদক সূত্রে জানা গেছে, এনফোর্সমেন্ট টিমসমূহ সংগৃহীত তথ্য, প্রমাণাদি ও রেকর্ডপত্রের ভিত্তিতে প্রতিটি অভিযোগের উপর বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন করে কমিশনের কাছে জমা দেবে। এর ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা মানবিক মূল্যবোধের বার্তা বহন করে : খাদ্য উপদেষ্টা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের চার অভিযানে প্রাথমিক সত্যতা উদঘাটন
কবিরহাটের বিভিন্ন মন্দিরে পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শক্তিশালী করা হচ্ছে : স্বাস্থ্য সচিব
সকল ধর্মীয় উৎসব ভয়হীন ও আনন্দময় হবে : শারমীন মুরশিদ
সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
বেগম খালেদা জিয়া’র সাথে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
১০