বাংলাদেশ দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

বাসস
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০০:১৮
ছবি; সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে আজ (৩০ সেপ্টেম্বর) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নিলীমা আফরোজ উপস্থিত ছিলেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

প্রধান অতিথি বক্তব্যে ই-পাসপোর্ট এর সুবিধাসমূহের উপর আলোকপাত করে এ সেবা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ উপকৃত হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরো গতিশীল ও অর্থবহ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এর কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত ইসলাম ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এর কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সরকারের প্রবাসীবান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিধানে তিনি সরকারের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। 

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।

উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগের প্রশংসা করে সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাঙ্গাইলে মিষ্টির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ইসরাইলে বৃটিশ সেনা মোতায়েন
রংপুরে আরও ৯ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
লেভারকুসেনের জালে পিএসজির ৭ গোল, বড় জয় পেয়েছে বার্সেলোনা, আর্সেনাল
চট্টগ্রামে বন্ধ ঘোষিত প্যাসিফিক গ্রুপের ৮ কারখানা খুলছে কাল
সন্ত্রাসবিরোধী মামলায় আবারো রিমান্ডে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ১২.৫৩ কোটি পাঠ্যবই সরবরাহ করবে সরকার
ভালো নির্বাচন না হলে নিন্দিত জাতিতে পরিণত হব: ইসি মাছউদ
বিএনপি’র ৩১ দফা বাস্তাবায়নে হবিগঞ্জে লিফলেট ও টি-শার্ট বিতরণ
১০