সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২০:৫৭
ছবি : বাসস

ঝিনাইদহ, ২ অক্টোবর, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্বের বিকল্প নেই। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। 

সেই সুযোগ কাজে লাগিয়ে তরুণ নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। জনগণের কাছে স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ার নতুন বার্তা তুলে ধরতে হবে।

একইসঙ্গে মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে জনগণের মনের কথা শোনার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘গণঅধিকার পরিষদের তরুণ নেতৃবৃন্দ মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। মানুষের কষ্টের কথা, প্রত্যাশার কথা জানার চেষ্টা করছি আমরা। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি ও আদর্শ জনগণের কাছে তুলে ধরছি। মানুষ তরুণ নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়। গত ১৬ বছরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কেউ কাজ করেনি। আমরা যারা জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি, তারা সবাই মিলে জনআকাঙ্ক্ষার  রাজনীতি প্রতিষ্ঠা করব।’

এর আগে বিকেল থেকে রাশেদ খাঁন সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে
সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 
ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা: ভূমিধ্বসের আশঙ্কা 
১০