সুনামগঞ্জে সুরমা নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন 

বাসস
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২০:৪০
ছবি : বাসস

সুনামগঞ্জ , ২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় সনাতন ধর্মালম্বীদের বিজয়া দশমীতে সিঁদুর খেলার মধ্যদিয়ে ৪২৪টি মণ্ডপে অনুষ্ঠিত দুর্গাপূজা শেষ হলো। 

আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষে সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা।

গত রোববার ষষ্টী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছিল দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। জেলার মণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসবে পালিত হয়েছে। 

সুনামগঞ্জের ষোলঘর রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত হ্রদয়ানন্দ মহারাজ বলেন, ‘গত রোববার ষষ্টী পুজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভক্তদের প্রতিমা বিসর্জনের পূজা এবং সিঁদুর খেলার মধ্যদিয়ে শেষ হয় এ উৎসবের’। 

জেলা পৌর শহরের সব মণ্ডপের দুর্গাদেবী রাত ৮টায় পর্যন্ত বিসর্জন দেওয়া হয়েছে পৌর শহরের সুরমা নদীর রিয়ারভিউ থেকে।

এছাড়াও জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন জগন্নাথ আখড়া থেকে দুপুর ১২টায় কুশিয়ারা নদীর খেয়াঘাটে দুর্গাদেবীকে বিসর্জন দেওয়া হয়।

উপজেলার নলজুর ও বরাঙ্গ নদীসহ বিভিন্ন নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হয়।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জেলার শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০