জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ

বাসস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০০:৩৬
ছবি : বাসস

বাগেরহাট, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বাগেরহাটের মোংলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ বিকেলে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে গবেষণা বিষয়ক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবিদ শামীম তার বক্তৃতায় বলেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রবন্দী, বিচার ব্যাহত, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা দিয়েছেন, তা কেবল একটি ইশতেহার  নয়- সএটি একটি নতুন বাংলাদেশের নকশা। এই ৩১ দফার প্রতিটি শব্দে নিহিত আছে মুক্তি, ন্যায় ও জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার।

সভায় সভাপতিত্ব করেন রামপাল থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন এবং পরিচালনা করেন মোংলা পৌর বিএনপির যগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার বিএনপি নেতা মো. এমরান হোসেন, এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি  সাধারণ সম্পাদক  মো. মাহবুবুর রহমান মানিক।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবু হানিফ (কমান্ডার), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, চাঁদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম শেখ এবং পৌর যুবদলের আহ্বায়ক ইমান হোসেন রিপন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর কালশীতে আগুন
জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে মোংলায় বিএনপির সমাবেশ
তারেক রহমান শিগগিরই দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দেবেন : ড. এনামুল হক চৌধুরী
৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন’স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ায় একই পুুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
ঐতিহ্য ও পর্যটনের এক অনন্য মেলবন্ধন প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’: নৌপরিবহন উপদেষ্টা
শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : অধ্যাপক ইউনূস
মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাওয়ার রাজনীতি বিএনপি করে না : মির্জা আব্বাস
লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
১০