সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চট্টগ্রামে ৬ ফ্ল্যাট জব্দ

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:০৫ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ১৮:০৮
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের চট্টগ্রামে ছয়টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া সাইফুজ্জামান, তার স্ত্রী ও ভাই-বোনদের চট্টগ্রামের আখতারুজ্জামান সেন্টার মার্কেটের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

ফ্ল্যাট ও মার্কেট ছাড়াও তাদের নামে থাকা আরমিট পিএলসি, আরমিট সিমেন্ট লিমিটেড, আরমিট থাই এ্যামুনিয়াম লিমিটেড, আরমিট ফুটওয়্যার লিমিটেড, আরমিট পাওয়ার লিমিটেড, আরমিট স্টীল পাইপস লিমিটেড ও আরমিট অ্যালু কম্পোজিট প্যানেলস লিমিটেডের অংশ জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

আবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।  সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলমান থাকা অবস্থায় নতুন করে সন্ধানপ্রাপ্ত স্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে ক্রোক করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নগরীতে অনুমতি ছাড়া পোস্টার, ব্যানার ও সাইনবোর্ড টাঙালে আইনগত ব্যবস্থা: চসিক মেয়র
নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে
জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি আয় ৫.৬৪ শতাংশ প্রবৃদ্ধি 
বাংলাদেশে পাঁচ দিনের সফর শুরু করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত
রাজশাহীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের শেষ দুই জোনের খেলা গোপালগঞ্জে শুরু
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে মাদক জব্দ
চিটাগং চেম্বারে চূড়ান্ত প্রার্থী ৬৩
জিয়াউরের বোলিং নৈপুন্যে প্রথম হার ঢাকার
জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের 
১০