দেশে ফিরে ‘নির্বাচনী প্রচারণা’য় অংশ নেবেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:১৮
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে ফিরে তারেক রহমান ‘নির্বাচনী প্রচারণা‘য় অংশ নেবেন বলে জানিয়েছেন আমান উল্লাহ আমান।

সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য একথা জানান।

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন ২৬ সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে, এই নির্বাচন ইনশাল্লাহ হবেই।’

‘এই নির্বাচনে আমাদের নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।’

ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে তারেক রহমানের ভবিষ্যৎবানী সত্য হয়েছে দাবি করে আমান উল্লাহ আমান বলেন, ‘আপনারা দেখবেন যে, তারেক রহমান যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো সত্য হয়েছে। যেমন, দুই একটা উদাহরণ দেবো আমি। তিনি বলেছিলেন, ‘দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে।’

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচাল চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।’

তিনি বলেন, ‘আজকে বিভিন্ন জায়গায় নির্ব্চান নিয়ে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ বক্তব্য রেখে বিশেষ করে বিএনপি’কে কটাক্ষ করে বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে।’'

‘আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন, স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছেন জিয়া পরিবার সবচেয়ে দুর্যোগে-দুর্বিপাকে-দুঃসময়ে জনগণের পাশে ছিল জিয়া পরিবার, জনগণের পাশে ছিলো বিএনপি।’

জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্রেটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

গণতান্ত্রিক আন্দোলন বিশেষ করে ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাইফুদ্দিন মনির ভূমিকার কথা স্মরণ করেন আমান উল্লাহ আমান।

ডেমোক্রেটিক লীগের সহসভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপি’র খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, গ্লোভাল বাংলাদেশীজ এলায়েন্স ফর হিউম্যান রাইটের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন প্রমূখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা
শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন মঙ্গলবার
গোসাইরহাটে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন যারা
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
১০