ব্যক্তিজীবনে কোনো চাওয়া নেই, এলাকা তথা মানুষের উন্নয়নে কাজ করতে চাই : আখতার

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:১১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন আজ পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন। ছবি : বাসস

রংপুর ১৩, অক্টোবর ২০২৫ ( বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ আসনে (কাউনিয়া-পীরগাছা) গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

আজ সোমবার দুপুরে জেলার পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। 

আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 

গণসংযোগে আখতার হোসেন বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষও। গত ১৬ বছর যে উন্নয়নের কথা শুনে এসেছি, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কাউনিয়া-পীরগাছায় হয়নি। 

আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপি মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি সংসদে গিয়ে কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তিজীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি।

ভোটারদের কাছ থেকে সাড়া প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সবাই মুখিয়ে আছেন, নির্বাচনের তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার অপেক্ষায়। গণসংযোগে বেশ সাড়া মিলছে। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।

গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, আলমগীর নয়নসহ নেতাকর্মীরা ছিলেন।

এর আগে গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র এক সমাবেশে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে এনসিপি ছাড়াও বিএনপি ও জামায়াতের প্রার্থীরা সক্রিয় থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে কয়েকশ’ মানুষের উল্লাস 
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
১০