বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২১:১৫
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট আজ বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ফ্রান্সকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ফ্রান্সের বিশ্বমানের শিক্ষাগত উৎকর্ষ, সাশ্রয়ী মূল্যের টিউশন ফি এবং বহুসাংস্কৃতির পরিবেশের কথা তুলে ধরেন। ফরাসি দূতাবাসের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে ফ্রান্সে আরামদায়কভাবে বসবাস করা সম্ভব, কারণ বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ইংরেজিতে পরিচালিত কোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে।’

ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘চুজ ফ্রান্স ট্যুর’ উদ্বোধনকালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। তিনি ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে প্যারিসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ আয়োজিত দুদিনের এই অনুষ্ঠানের লক্ষ্য হলো— বাংলাদেশি শিক্ষার্থীদের শীর্ষস্থানীয় ফরাসি বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা পর্বের পর আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামে আয়োজন সমাপ্ত হবে। সেখানে রাষ্ট্রদূত হোটেল পেনিনসুলায় শিক্ষার্থীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ফরাসি বিশ্ববিদ্যালয়গুলোর ক্রমবর্ধমান উৎসাহের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট বলেন, গত বছর ১০টি বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং এ বছর আমরা ১২টি বিশ্ববিদ্যালয় পেয়ে আনন্দিত, যা আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষাগত সহযোগিতার প্রতিফলন।

ভাষার প্রতিবন্ধকতা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, বর্তমানে ফ্রান্সে আরামদায়কভাবে বসবাস করা সম্ভব, কারণ বড় শহরগুলোর অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলেন। তা ছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ ইংরেজিতে পরিচালিত কোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে।’

ক্যাম্পাস ফ্রান্সের মতে, বাংলাদেশি শিক্ষার্থীরা এখন ব্যবসা, ব্যবস্থাপনা, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান এবং শিল্পকলার মতো শাখায় প্রায় ১ হাজার ৭০০টি ইংরেজি শেখানো প্রোগ্রাম থেকে বেছে নিতে পারছে।

ফরাসি সমাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে অ-ফরাসি ভাষাভাষীদের তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফরাসি ভাষা কোর্সও দেওয়া হয়।

ফ্রান্স একটি গতিশীল, উদ্ভাবনী উচ্চশিক্ষা বাস্তবায়নের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি লাভের জন্য ব্যাপক সুযোগ প্রদান করে যা বিশ্বজুড়ে গবেষকদের আকর্ষণ করে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রদূত মতবিনিময় করেন এবং ক্যাম্পাস ফ্রান্সের পরামর্শমূলক পরিষেবাগুলো ব্যবহার করতে তাদের উৎসাহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ সম্ভব : দুর্যোগ উপদেষ্টা
রাজধানীতে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
১০