ব্যক্তির নামে থাকা ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৬:২৬ আপডেট: : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:১৪

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ব্যক্তির নামে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬ কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এসব কলেজ থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এর পত্র সংখ্যা-০৩.০০.২৬৯০,০৭০.৯৯.০০১.২৫-৪৭, তারিখ : ১৫ মে ২০২৫ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভায় সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার ০৯-০২-২০২৫ খ্রি. তারিখের ০৪.০০.০০০০,৩১২.১৯.০০১.২১ নং স্মারকে জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে নিম্নোক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নাম পরিবর্তন করা হলো।

নাম পরিবর্তন করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের, মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ, নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয়, চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ।

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।

মনপুরার সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ, পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ নামকরণ করা হয়।

চিঠিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের মহাকাশ সংস্থার সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ
মুন্সীগঞ্জে ককটেলসহ আটক ১
বাগেরহাটে শরণখোলা রেঞ্জে ৭ হরিণ শিকারি আটক  
ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রদলকে নতুনভাবে সাজাতে হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাত : দুই ব্রিটিশ নাগরিক আটক
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
চসিক জলাবদ্ধতা নিরসনে ৫০ শতাংশ অগ্রগতি অর্জন করেছে: মেয়র ডা শাহাদাত হোসেন
ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা 
১০