ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় যৌথভাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে ১৫ জন সাংবাদিককে ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ প্রদান করা হয়।
আজ সোমবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে পুরস্কার প্রদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন এবং জুরি বোর্ডের সদস্যগণ।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশনের প্রতিনিধি, জুরি বোর্ডের চেয়ার পারভীন সুলতানা রাব্বী, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। সমাপনী বক্তব্য দেন নিশাত সুলতানা, পরিচালক-ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
বিভিন্ন গণমাধ্যমে মানবিক মর্যাদা ও সমতার জন্য সাংবাদিকতাকে উৎসাহিত করতে ও পেশাদারিত্ব বজায় রেখে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে এই আয়োজন করা হয়। এ বছর জাতীয় সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন পোর্টাল ও বিজ্ঞাপন শাখাসহ মোট ৫ টি শাখায় ১৫ জন গণমাধ্যমকর্মীকে পুরস্কার প্রদান করা হয়।
সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘সাম্প্রতিককালে নারীর প্রতি বৈষম্য আরো বেড়েছে। নারীর অংশগ্রহণ বাড়ছে, কিন্তু অংশীদারিত্ব নেই। গণমাধ্যমে নারীর উপস্থিতি রয়েছে। কিন্তু নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই।’
তিনি আরো বলেন, ‘সংসদেও নারীর প্রতিনিধিত্ব মাত্র ৫ থেকে ৬ শতাংশ।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের কাজ ছিল গণমাধ্যমের কোথায় পরিবর্তন দরকার সেগুলো সুপারিশ করা। আমরা সেটা করেছি। তবে সেটি বাস্তবায়ন করবে সরকার। গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদকদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন সেসব সংস্কার বাস্তবায়নের দাবি করবে সরকারের কাছে।’
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ডা. হালিদা হানুম আখতার বলেন, গণমাধ্যম সামাজিক পরিবর্তনের জন্য খুবই শক্তিশালী মাধ্যম। তবে, গণমাধ্যমের চোখ বা লেন্সে হয়তো পরিবর্তন দরকার। শুধু পুরুষ নয়, নারীকেও সংবাদে তুলে ধরতে হবে। সাংবাদিকতায় বিভিন্ন প্রশিক্ষণকে আরো জেন্ডার সংবেদনশীল হতে হবে।
সেখানে পুরুষকে নয়, নারীদেরও সম্পৃক্ত করতে হবে।
‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ আয়োজনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বীর নেতৃত্বে বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সানজিদা আখতার; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা; সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন সহযোগী অধ্যাপক সজীব সরকার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ বিজয়ীদের মধ্যে রয়েছেন— জাতীয় সংবাদপত্র শাখায় চ্যাম্পিয়ন মো. শাহেরীন আরাফাত (দৈনিক সমকাল); রানার আপ রফিকুল ইসলাম (ডেইলি সান); জাফর ইকবাল (দৈনিক কালবেলা); নাজনীন আখতার ও মানসুরা হোসাইন (প্রথম আলো)।
স্থানীয় সংবাদপত্র শাখায় চ্যাম্পিয়ন আওয়াল শেখ (দৈনিক জন্মভূমি); রানার আপ শরীফুল রুকন (একুশে পত্রিকা)।
টেলিভিশন শাখায় চ্যাম্পিয়ন মেহেরিন এ্যানি (এখন টিভি); রানার আপ জিনিয়া কবীর সূচনা (চ্যানেল- ২৪)।
অনলাইন সংবাদ পোর্টাল শাখায় চ্যাম্পিয়ন জুবায়ের আহমেদ (কালের কণ্ঠ); রানার আপ আল-আমিন হাসান আদিব (জাগোনিউজ২৪.কম); আরাফাত জোবায়ের (ঢাকা পোস্ট); ইয়াসির আরাফাত রিপন (জাগোনিউজ২৪.কম)।
বিজ্ঞাপন শাখায় চ্যাম্পিয়ন শাহেদ শাহরুখ (ট্রিম পিকচার মিডিয়া); রানার আপ হাসান রেজাউল (যন্ত্রাক্ষী ফিল্মস)।