ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:৩১

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিজ্ঞাপন ফলকের ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে অযৌক্তিকভাবে ৮০০ টাকায় নামিয়ে এনে ২৫ কোটি টাকার সরকারি রাজস্ব ক্ষতি ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মদ বিলালসহ ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল হাসান বাদী হয়ে সোমবার (১৩ অক্টোবর) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১০৯/৪০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন, ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের স্বত্বাধিকারী মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. গাফফার ইলাহী এবং জি-টেকের স্বত্বাধিকারী সুলতানা দিল আফরোজা।

দুদক জানায়, ২০১৫-১৬ থেকে ২০২০-২১ অর্থবছরের মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিএসসিসি’র বিজ্ঞাপন ফলকের নির্ধারিত ফি প্রতি বর্গফুট ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৮০০ টাকা নির্ধারণ করেন। এর মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করে মোট প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

দুদক সূত্র আরও জানায়, মামলাটি কমিশনের অনুমোদনক্রমে দায়ের করা হয়েছে এবং তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০