আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না : দুদু

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ২১:৪৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এখন ইতিহাস, তারা আর কখনো সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবে না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন ইতিহাসের একটি অধ্যায় মাত্র। তারা পুনরায় রাজনৈতিক ময়দানে ফিরবে আমি এমনটা মনে করিনা। একইভাবে সচেতন জনগণও এটাই বিশ্বাস করে। কেবল মাঝে মাঝে মিছিল বা সমাবেশ করলেই কোনো সংগঠন টিকে থাকতে পারে না।’

আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনার সমালোচনা করে দুদু বলেন, ‘সময়ই একদিন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবে। গণহত্যা এবং দেশের সম্পদ লুণ্ঠন করার পরেও অনুশোচনা বা ক্ষমা না চেয়ে রাজনীতিতে থাকা কতটা লজ্জাজনক! তিনি বা তার দল কেউই ক্ষমা চাননি, তারপরও তারা এখনও রাজনীতি করতে চান। এটা অবিশ্বাস্য।’

দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে আসন্ন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেরি হচ্ছে এবং বিএনপিকে ঠেকানোই এর মূল উদ্দেশ্য বলে দাবি করেন দুদু।

দুদু বলেন, ‘বিএনপি এখন জনপ্রিয়তার শীর্ষে। নির্বাচন তিন মাসের মধ্যেই হতে পারত, কিন্তু বিএনপির গতি রোধ করতে অকারণে তা স্থগিত করা হয়েছে।’

নির্বাচন যখনই হোক জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করবে এবং আগামী সরকার বিএনপিই গঠন করবে বলে মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যতদিন থাকবে, গণতন্ত্র টিকে থাকবে; স্বৈরাচার আর ফিরে আসবে না।’

গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন দেশ ও স্বার্থান্বেষী মহল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাই আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে।’

ফাউন্ডেশনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির সহ-শিক্ষা সম্পাদক হেলেন জেরিন খান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এবং কৃষক দলের ধর্মবিষয়ক সম্পাদক কাজী কাদের সিদ্দিকী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
পাচারকালে সুনামগঞ্জের তরুণীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব
জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে : জাতীয় ঐকমত্য কমিশন
ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা
প্রথমবারের মত আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
প্রধান উপদেষ্টা ও ব্রাজিলের প্রেসিডেন্ট রোমে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে গ্লোবাল অ্যালায়েন্সের কার্যালয় উদ্বোধন করেছেন
মিরপুরের অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে রাজশাহী ও বগুড়াতে খেলবে বাংলাদেশের যুবারা
১০