পূর্বাচলে ডিএমপির পুলিশ ব্যারাক উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪৪
শনিবার সকালে পূর্বাচলে ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন’ ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য ‘ট্রাফিক ডিভিশন’ ব্যারাকের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: বাসস

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য ব্যারাকের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ শনিবার সকালে পূর্বাচলে ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন’ ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য ‘ট্রাফিক ডিভিশন’ ব্যারাকের উদ্বোধন করেন তিনি। ওই ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ পুলিশ সদস্যের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
 
উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন। যার ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।

তিনি আরো বলেন, আমাদের এই রাষ্ট্রীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাংবাদিক নিখিল মানখিন আর নেই
দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রফেশনাল ইন্সটিটিউটগুলো ভূমিকা রাখতে পারে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জন গ্রেফতার
‘আর্থ-সামাজিক উন্নয়নে আনসার সদস্যদের কার্যকর ভূমিকা পালন করতে হবে’
পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআই'র সমঝোতা স্মারক স্বাক্ষর
সোহরাওয়ার্দী উদ্যানে লালন উৎসব ও লালন মেলা উদযাপন  
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
১০